২। ইউনিয়ন পরিষদের কার্যাবলী | ২.(ক)স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ ১৯৮৩ এর ৩০ ধারায় উল্লেখ করা হয়েছে যে, ইউনিয়ন পরিষদ বিশেষ ভাবে নিম্নক্ত কাজগুলো করেন। ১। আইন শৃংখলা রক্ষা করা সহ এ কার্যক্রমে প্রসাশনকে সহায়তা প্রদান করা। ২। অপরাধ, বিশৃংখলা ও চেয়ারম্যান প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করা। ৩। জন স্বার্থে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে কৃষি, বৃক্ষরোপন, মৎসচাষ, পশু সম্পদ পালন, শিক্ষা, স্বাস্থ্য, কুটিশিল্প, যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রনের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন। ৪। পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রন কার্যক্রমের প্রসার ঘটানো। ৫। স্থানীয় সম্পদের উন্নয়ন এবং উহার যথাযথ ব্যবহার নিশ্চিত করা। ৬। রাস্তা, সেতু, খাল, বাধ, টেলিফোন ও বৈদ্যতিক লাইন সহ অন্যান্য সরকারী সম্পত্তি রক্ষ করাসহ যথাযথ রক্ষানাবেক্ষন করা। ৭। ইউনিয়ন পর্যায়ে সকল সংস্থা/প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা এবং এ বিষয়ে উপজেলা পরিষদ/থানা পরিষদের সুপারিশ করা। ৮। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপনে জনগনকে উদ্বুদ্ধকরণ সহ তদারকী করা। ৯। জন্ম, মৃত্যু, অন্ধ, প্রতিবন্ধি, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা। ১০। সকল প্রকার সুমারী পরিচালনা করা । ২.(খ) ইহা ছাড়াও উক্ত ৩০ ধারায় আরো উল্লেখ যে, সংশ্লিষ্ট অধ্যাদেশের প্রথম তফশিলে নিম্ন লিখিত কাজ গুলি ইউনিয়ন পরিষদ করবে। ১। সড়ক ও জনপথের ব্যবস্থা করা ও রক্ষাণাবেক্ষন করা। ২। জনহনের ব্যবহার্য্য সরকারী স্থান, উন্মক্ত মাঠ, উদ্যান এবং খেলাধুলার মাঠের ব্যবস্থা করা সহ রক্ষণাবেক্ষন করা। ৩। সড়ক,জনপথ ও সরকারী স্থানে আলোর ব্যবস্থা করা। ৪। সাসগ্রীক ভাবে, সংশ্লিষ্ট এলাকায় বিশেষ করে সড়ক,জনপথ ও সরকার স্থনে বৃক্ষরোপনসহ রক্ষণাবেক্ষন করা। ৫। কবরস্থান, শ্মাশশান ঘাট, সর্বসাধারনের সভা স্থান ও অন্যান্য সম্পদের ব্যবস্থাপনাসহ রক্ষণাবেক্ষন করা। ৬। ভ্রমনকারীদের থাকার ব্যবস্থা করা সহ তাহাদের রক্ষণাবেক্ষন করা। ৭। জনগনের ব্রবহৃত সড়ক, জনপথ ও সরকারী স্থানে অনধিকার প্রবেশ বা দখল প্রতিরোধ করা সহ নিয়ন্ত্রণ করা। ৮। জনগনের ব্রবহৃত সড়ক, জনপথ ও সরকারী স্থানে উৎপাতপ্রতিরোধ করা। ৯। ইউনিয়ন পরিষদে পরিষ্কার পরিছন্নতার জন্য স্বাস্থ্যকর ব্যবস্থার উতকর্ষ সাধন এবং নদী,বন ইত্যাদির তথ্যাবধানসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যবস্থা গ্রহন করা। ১০। ময়লা ও আবর্জনা সংগ্রহ, অপসারণের ব্যবস্থা নিশ্চিত করা। ১১। অপরাধমূলক ও বিপদ জনক ব্যবসা নিয়ন্ত্রণ করা। ১২। জীবজন্তর যথার্থ কার্যক্রম নিয়ন্ত্রন করা। ১৩। সংশ্লিষ্ট ইউনিয়নের দারানকোঠা নির্মান ও পূনঃ নির্মাণ নিয়ন্ত্রন করা। ১৪। সুপ্রিয় পানি সরবহের ব্যবস্তা নিশ্চিত করা। ১৫। জন স্বাস্থ্যের জন্য বিপদজনক কূপ, পুকুর ও অন্যান্য উতস্যের পানি ব্যবহার নিসিদ্ধ করা। ১৬। পরিবেশ দূষন নিয়ন্ত্রন করা। ১৭। আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণ করা। ১৮। আবাসিক এলাকায় মাটি,পাথর, বালু বা অন্যান্য কোন বস্তু খনন নিয়ন্ত্রন বা নিসিদ্ধ করা। ২.(গ) জাতীয় সরকারের নির্বাহী আদেশের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ নিম্নক্ত কাজ গুলি করবে। ১। বিভিন্ন প্রকার সনদপত্র প্রদান । ২। ত্রাণ সামগ্রি বিতরণ। ৩। ব্যাংক ঋৃন প্রদানের ক্ষেত্রে সনাক্ত করণ। ৪। চিকিৎসার জন্য রোগীদের পরামর্শ প্রদান ও সুপারিশ কনণ। ৫। নারী ও শিশু নির্যাতন পতিরোধ করা। ৬। ভূমি উন্নয়ন কর আদায়ে সহায়তা করা। ৭। খাস জমি বণ্টনে সহায়তা করা। ৮। জাতীয় সরকারের বিভিন্ন কাযৃক্রমে সহায়তা প্রদান সহ জনগনকে উদ্ব্যুদ্ধকরন । ৯। পল্লী পূরত কর্মসূচী এবং গ্রামিন অবকাঠানো(রাস্তা ঘাট, ব্রীজ,কালভাট,মসজিদ,মন্দির প্রভূতি) সংস্কার ও রক্ষাণাবেক্ষন কমৃসূচীর প্রকল্প গ্রহন ও বাস্তবাযন। ১০। জাতীয় সরকারের চাহিত বিভিন্ন তথ্য সংগ্রহ করন। ১১। অন্যান্য সকল সরকারী ও বেসরকারী কার্যক্রম ও বাস্তবায়ন করা।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস